বাচ্চারা দুষ্টমি করবেই ।
কিন্তু এই দুষ্টুমি মাঝে মাঝে অনেক বড় বিপদ ডেকে আনে। এর মধ্যে একটি ঘটনা কমবেশি সবারই হয়। তাহচ্ছে রুমের মধ্যে কেউ না থাকা অবস্থায় বাচ্চারা ভিতরে গিয়ে দরজা লক করে ফেলে।
বাচ্চার কান্না, দরজা ভাঙা ,,,, কত ভয়ঙ্কর পরিস্থিতি হয় বা হতে পারে তা বাবা মায়েরা নিশ্চই বুঝতে পারছেন।
আর টেবিল বা ফার্নিচার এর কোনায় ব্যাথা পাবার ঘটনা তো অহরহই ঘটে।
সচেতন অবিভাবকদের জন্য তাই নিয়ে আসা অত্যন্ত কাজের জিনিস।